আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকল সিভিল কোর্ট কমিশনার গন আনন্দিত ও একতাবদ্ধ!!   

অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, আনন্দমুখর ও সম্মানিত সুধীবৃন্দে পরিপূর্ণ।


*সারা দেশের সকল সিভিল কোর্ট কমিশনারদের সরব উপস্থিতি* আজকের এই সম্মেলনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।  


এটি শুধু একটি অনুষ্ঠান ছিল না—বরং এটি ছিল *সম্প্রীতি, সংযোগ ও সহমর্মিতার মিলনমেলা*।


🌟 পরস্পরের সঙ্গে পরিচয়, মতবিনিময় এবং ভবিষ্যতের জন্য একটি সংগঠিত প্ল্যাটফর্ম গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে এই আয়োজন নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।


*আজকে যারা পদ-পদবি এবং দায়িত্ব পেয়েছেন তারা তাদের জন্য শুভকামনা ও দোয়া রইল তাদের জন্য সঠিক এবং দায়িত্ব পালন করতে পারে।*




1 Comments

  1. ইনশাআল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে সিভিল কোর্ট কমিশনার এসোসিয়েশন

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post